টপিকঃ জুমলা নিয়ে ঝামেলা Layout "unijoy" not found
সামিউল ভাইয়ের এই পোস্টটি দেখলাম। আমিও একই সমস্যায় ভুগছিলাম। কোডার ভাইও মনে হয় ভুগছেন। গুগলে সার্চ করে সামিউল ভাইয়ের এই পোস্টটি পেলাম। সামিউল ভাই অবশ্য সমাধান পেয়েছেন কিন্তু সমাধানটি কী সেটা তিনি পরবর্তি পোস্টে উল্লখ করেন নি।
সামিউল ভাইকে ইমেল করার পর তিনি এই রিপ্লাইটি দিলেন। সমাধান পাওয়া গেল না।
বেশ কিছু দিন ধরে এই সমস্যায় ভুগছিলাম। আমার লোকাল পিসিতে জুমলা সাইটগুলো ফায়ারফক্স দিয়ে দেখতে পাচ্ছিলাম না। অন্যসব ব্রাউজার দিয়ে ঠিকই দেখা যাচ্ছিলো।
Layout "unijoy" not found
উপরের এই মেসেজটি দেখাচ্ছিল। আজ ভাবলাম এটার একটা সমাধান করেই ছাড়ব। কিছুক্ষন চেষ্টা করে সমাধান পেয়ে গেলাম।
সমাধানটি এখানে পাবেন ।
সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে ফায়ারফক্সে localhost এর জন্য layout নামে একটি cookie তৈরি হয়েছিল যার value ছিল unijoy। ওই cookieটির জন্যই এই সমস্যা হচ্ছিল।