Re: ফোরামের হোমপেজ
কাজটি আমি ঢাকায় এসেই করেছি। সুমন ভাই, আপনার জন্য কিন্তু আমি হার্ডডিস্কটা নিয়ে এসেছি।
কয়েকটি সমস্যা জানলাম আপনাদের আলোচনায় যা আমার চোখ এড়িয়ে গিয়েছিল। আশা করি আজকে রাতেই এগুলো সমাধান করব। এখানে লিখে রাখলাম আমার রেফারেন্সের জন্য।
১. 'সর্বশেষ ভিজিট এর পর নতুন আলোচনা ' লিঙ্ক দিতে হবে
২. লগিনে বাংলা সিস্টেম নেই।
৩. এবার দেখি টপিক বুকমার্কটা কি চালু করা যায় কিনা।
আরও কিছু থাকলে বলুন। শামীম ভাই হলে, এই পোস্টটি এডিট করে ৪ নম্বর থেকে লিখতে থাকুন।
নাম্বার ৪. এই সমস্যা সমাধান প্রয়োজন।
রক্তের গ্রুপ: B(-)
Re: ফোরামের হোমপেজ
@স্বপ্নচারী:
সমাধান করা হয়েছে।
@সুমন:
আপডেটের সময় এ সমস্যাটি হতে পারে। এরকম সমস্যা হলে বুঝবেন আমি ফোরামের কোন ফাইল আপলোড করছি। সেক্ষেত্রে কয়েক সেকেন্ড পর আবার রিফ্রেস করলেই ঠিক হয়ে যাবে।
what to do?
Re: ফোরামের হোমপেজ
চমৎকার ডিজাইন করেছেন কোডার।(y)(y)(y)
Re: ফোরামের হোমপেজ
চমৎকার ডিজাইন করেছেন কোডার।(y)(y)(y)
ভাইরে এসবের কোন ক্রেডিটই আমার নয়। সবই পানবিবি কমিউনিটির অবদান। আমি শুধু বাংলা ব্যবহার উপযোগী করে গড়ে তুলি এই আর কি।তবুও ধন্যবাদ।
what to do?
Re: ফোরামের হোমপেজ
রুমন লিখেছেন:চমৎকার ডিজাইন করেছেন কোডার।(y)(y)(y)
ভাইরে এসবের কোন ক্রেডিটই আমার নয়। সবই পানবিবি কমিউনিটির অবদান। আমি শুধু বাংলা ব্যবহার উপযোগী করে গড়ে তুলি এই আর কি।তবুও ধন্যবাদ।
(y)(y)(y)(y)
Re: ফোরামের হোমপেজ
@সুমন:
আপডেটের সময় এ সমস্যাটি হতে পারে। এরকম সমস্যা হলে বুঝবেন আমি ফোরামের কোন ফাইল আপলোড করছি। সেক্ষেত্রে কয়েক সেকেন্ড পর আবার রিফ্রেস করলেই ঠিক হয়ে যাবে।
শোনেন হাঙ্গরিকোডার, পিক আওয়ারে কাজ করা চলবে না। কাল আমি অল্প সময়ের জন্য ফোরামে আসছিলাম। এর মাঝে যদি বসে বার বার রিফ্রেস করা লাগে তবে কেমন লাগে? রাতে কাজ করবেন। যখন ফোরামে কম লোক থাকে। বুঝতে পারলেন হাঙ্গরিকোডার? না বুঝলে আবার বলবো।
রক্তের গ্রুপ: B(-)
Re: ফোরামের হোমপেজ
শোনেন হাঙ্গরিকোডার, পিক আওয়ারে কাজ করা চলবে না। কাল আমি অল্প সময়ের জন্য ফোরামে আসছিলাম। এর মাঝে যদি বসে বার বার রিফ্রেস করা লাগে তবে কেমন লাগে? রাতে কাজ করবেন। যখন ফোরামে কম লোক থাকে। বুঝতে পারলেন হাঙ্গরিকোডার? না বুঝলে আবার বলবো।
বুঝি নাই:(
what to do?
Re: ফোরামের হোমপেজ
আমি ফোরামের হোমপেজ প্রথম দেখি আমার মোবাইলে। আমি দেখেতো প্রথমে ভাবছি আমার মোবাইলে বোধহয় কোন সমস্যা। পরে বুঝতে পারলাম এটাই ফোরামের নতুন হোমপেজ।
Re: ফোরামের হোমপেজ
সুমন লিখেছেন:শোনেন হাঙ্গরিকোডার, পিক আওয়ারে কাজ করা চলবে না। কাল আমি অল্প সময়ের জন্য ফোরামে আসছিলাম। এর মাঝে যদি বসে বার বার রিফ্রেস করা লাগে তবে কেমন লাগে? রাতে কাজ করবেন। যখন ফোরামে কম লোক থাকে। বুঝতে পারলেন হাঙ্গরিকোডার? না বুঝলে আবার বলবো।
বুঝি নাই:(
বুঝেন নাই!!!:-O তাইলে এবার মাথাটা আগায়ে আনেন। কানে কানে বলি।
রক্তের গ্রুপ: B(-)
Re: ফোরামের হোমপেজ
অনেক দিন ধরেই আমার মাথাটা খারাপ ছিল ফোরামের পারফরমেন্স দেখে। প্রতিটি পেজ লোড হতে ২ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত সময় লাগত। ডাটাসেন্টার থেকে শুরু করে পানবিবির ডেভেলপারসহ সবার মাথা খারাপ করে ফেলেছিলাম। আমার নিজেরটাতো গেছিলই।
কালকে হঠাৎ করে ফোরামের হোমপেজের কথা মনে হল। আজকে সোর্সকোড দেখে আসল কারণ খুজে পেলাম। সাথে সাথে সিন্ধান্ত নিলাম হোমপেজ বাতিল করতে হবে। ৩০ মিনিট ধরে তা সোর্সকোড ঠিক করলাম। এখন আপলোড করে দেখলাম যেই পেজ আগে লোড হতে ৩ সেকেন্ডের মত সময় লাগত এখন তা লাগছে ০.০২৫ সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা ছিল?
সবাইকে ধন্যবাদ।
what to do?
Re: ফোরামের হোমপেজ
খুবই ভাল কাজ করছেন। ধন্যবাদ। তবে এক্সপেরিমেন্ট হিসেবে খারাপ হয় নাই ।
ছোট্ট একটা বাগ রিপোর্ট দেই। কোন থ্রেড লম্বা হয়ে কয়েক পৃষ্ঠা হলে, সেই মেসেজ খুললে, প্রথম পেজটার নম্বর ইংরেজিতে দেখায়। কোডে মনে হয় কোন লাইন মুছে গেছে।
Re: ফোরামের হোমপেজ
আপনাকে এক কাপ কফি খাওয়াতাম কাছে পেলে।মনে হচ্ছে এখনো কাজ করে যাচ্ছেন।আরো নতুন ফিচার এর অপেক্ষায় থাকলাম।
Re: ফোরামের হোমপেজ
শামীম ভাই, ধন্যবাদ। সমস্যাটা দেখলাম। ঠিক করছি....................
অন্য কোন বাগ পেলে জানাবেন।
what to do?
Re: ফোরামের হোমপেজ
খুবই ভাল কাজ করছেন। ধন্যবাদ। তবে এক্সপেরিমেন্ট হিসেবে খারাপ হয় নাই
।
ছোট্ট একটা বাগ রিপোর্ট দেই। কোন থ্রেড লম্বা হয়ে কয়েক পৃষ্ঠা হলে, সেই মেসেজ খুললে, প্রথম পেজটার নম্বর ইংরেজিতে দেখায়। কোডে মনে হয় কোন লাইন মুছে গেছে।
এই সমস্যাটা আমি ফোরামের শুরু থেকেই দেখছি।:(
Re: ফোরামের হোমপেজ
হুম...কোডার ভাই...আমার পিসিতে এখন আগের চেয়ে অনেক ফাষ্ট খুলছে...
Re: ফোরামের হোমপেজ
এই সমস্যাটা আমি ফোরামের শুরু থেকেই দেখছি।:(
আপনি হাসালেন ভাই।:(
what to do?
Re: ফোরামের হোমপেজ
শামীম লিখেছেন:খুবই ভাল কাজ করছেন। ধন্যবাদ। তবে এক্সপেরিমেন্ট হিসেবে খারাপ হয় নাই
।
ছোট্ট একটা বাগ রিপোর্ট দেই। কোন থ্রেড লম্বা হয়ে কয়েক পৃষ্ঠা হলে, সেই মেসেজ খুললে, প্রথম পেজটার নম্বর ইংরেজিতে দেখায়। কোডে মনে হয় কোন লাইন মুছে গেছে।
এই সমস্যাটা আমি ফোরামের শুরু থেকেই দেখছি।:(
তাওয়া গরম থাকতে থাকতেই পরোটা ভাজতে হয়
Re: ফোরামের হোমপেজ
কোডার, একটু স্বার্থপরের মত কথা বলি। আমার বুকমার্ক থেকে ফোরামে এসেই দেখি হোমপেজ নাই। আমার কাছে হোমপেজ থাকার ফলে নতুন পোস্টগুলো সহজেই পড়ে ফেলতে পারতাম। এখন আবার 'সর্বশেষ ভিজিটের পর নতুন' আলোচনা লিংকে ক্লিক করতে হবে!
আপনার কর্মতৎপরতা দেখে সত্যিই ভাল লাগছে। আপনাকে দিয়েই হবে। কিন্তু একটা ব্যাপার আর সেটা হল ফোরামে পুরানোদের তৎপরতাই বেশী দেখি। নতুনরা তো তেমন অংশ নিচ্ছেনা।