টপিকঃ এদেশে বিজ্ঞানের কদর আছে, বিজ্ঞানীর কদর নাই
কিছু দিন আগে দেখেছিলাম চট্রগামের এক যুবক তৈল বিহীন গাড়ী চালানোর টেকনোলজী আবিস্কার করেছেন। সাথে সাথে তিনি ওটার পেটেন্ট চেয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা! তার কোন খবরই নাই। অথচ বিদেশ হলে এক্কেবারে হইচই পড়ে যেতো। হায়রে বাংলাদেশ ;(