টপিকঃ টুইটার স্ট্যাটাস আপডেট করুন প্রজন্ম থেকে
প্রজন্মে পরীক্ষামূলকভাবে নতুন একটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রজন্মের যে স্ট্যাটাস সুবিধা ছিল সেটি টুইটারের সাথে যুক্ত করা হয়েছে। অথ্যাৎ কোন সদস্য যদি ফোরামের স্ট্যাটাস মেসেজ আপডেট করেন তাহলে সাথে সাথে তার টুইটারে সেটি পোস্ট হয়ে যাবে।
এ সুবিধাটি চাইলে প্রথমে নিচের মত করে সেটাপ করতে হবে:
১. আপনার প্রোফাইলে যান
২. বার্তা আদান-প্রদান ট্যাবে ক্লিক করুন
৩. টুইটার সেটিংস নামে একটু নতুন সেকশন পাবেন। নির্ধারিত বক্সে ইউজারনেম ও পাসওয়ার্ড দিন এবং এনাবল অপশনটি নির্বাচন করুন।
এবার আপনার কোন পোস্টের বাম পাশে স্ট্যাটাস আপডেট করার যে সুবিধাটি আছে ( চিহ্নিত স্থানে) সেটি ব্যবহার করলেই আপনার স্ট্যাটাসটি টুইটারেও আপডেট হবে। একইভাবে আমার প্রজন্ম থেকেও স্ট্যাটাস আপডেট করা যাবে। যারা কখনই স্ট্যাটাস ফিচারটি ব্যবহার করেননি তাদেরকে প্রথম বার আমার প্রজন্ম থেকে স্ট্যাটাস আপডেট করতে হবে।
এই সুবিধা দিয়ে টুইটার থেকে আপডেট করা স্ট্যাটাস মেসেজ ফোরামেও দেখানো যাবে। কিন্তু সেটি পরবর্তীতে চিন্তা করা হবে। বর্তমানে শুধু ফোরাম থেকে টুইটারে আপডেট করা যাবে।
ডেমো দেখুন: https://twitter.com/thcoder
মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
what to do?