Re: বাংলাদেশ-ভারত সিরিজ
আমাদের এখন লক্ষ্য থাকা উচিত ২০১১ এর বিশ্বকাপ নিয়ে। এই সব বুড়া বুড়া খেলোওয়ার নিয়া কোনো লাভ হবে না। রফিকের ও যাওয়ার দিন ঘনিয়ে আসচ্ছে।(y)
আমার ৩৫০ তম পোস্ট উৎসর্গ করলাম বাংলাদেশ এর ২০১১ বিশ্বকাপে শুভ কামনায়।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ভারত সিরিজ
আমাদের এখন লক্ষ্য থাকা উচিত ২০১১ এর বিশ্বকাপ নিয়ে। এই সব বুড়া বুড়া খেলোওয়ার নিয়া কোনো লাভ হবে না। রফিকের ও যাওয়ার দিন ঘনিয়ে আসচ্ছে।(y)
আমার ৩৫০ তম পোস্ট উৎসর্গ করলাম বাংলাদেশ এর ২০১১ বিশ্বকাপে শুভ কামনায়।
নাহরীন লিখেছেন:আশা করি, সবাই এখানে আমার সাথে বাংলা ভাষায় ভাব বিনিময় করবেন। ধন্যবাদ।
বাবু লিখেছেন:আইজকা আবার আমগো সোনার ছেলেরা খেলবো সবাই দোয়া কইরেন।
%-(
এটাও কিন্তু বাংলা ভাষা। :)
আজ কি খেলা হবে? আউল দা কই? চট্টগ্রামের আবহাওয়া তো খুব খারাপ।
আজকের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেল;(
ভারতের ভাগ্য ভালো- অন্তত আজকের এই একটি ম্যাচের পরাজয় থেকে আপাতত বাঁচতে পারলো,..............পালোবে কোথায়..............পরাজিত তাদেরকে হতেই হবে।
ভারতের ভাগ্য ভালো- অন্তত আজকের এই একটি ম্যাচের পরাজয় থেকে আপাতত বাঁচতে পারলো,..............পালোবে কোথায়..............পরাজিত তাদেরকে হতেই হবে।
এই পোস্টটা আমি করবো ভেবেছিলাম, আউল ভাই আমার আগেই দেখি করে ফেলেছে।
ভারত বাংলাদেশ টেষ্ট সিরিজের সিডিউলটা আছে কারো কাছে?
আউল লিখেছেন:ভারতের ভাগ্য ভালো- অন্তত আজকের এই একটি ম্যাচের পরাজয় থেকে আপাতত বাঁচতে পারলো,..............পালোবে কোথায়..............পরাজিত তাদেরকে হতেই হবে।
এই পোস্টটা আমি করবো ভেবেছিলাম, আউল ভাই আমার আগেই দেখি করে ফেলেছে।
আপনাকে ধন্যবাদ আমার মতটাই আপনার মত হওয়ার কারনে।
আজ ভারতের সাথে প্রথম টেষ্ট)+D
সিরিজ শুরু হয়ে গেছে এবং ভারত ২৯৫/৩, সম্ভবত টেন্ডুলকার এবং সৌরভ সেঞ্চুরী করতে পারে।
খেলার স্কোর দেখে মনে হচ্ছে এই টেস্টে বাংলাদেশের কপালে দুঃখ আছে।
আজকের খেলা দেখে আমার মনে হয়েছে এই খেলাটার ড্র অনিবার্য।
অবশ্যই ড্র , কারন ৩য় দিনের খেলা পরিত্যাক্ত হয়েছে।
হুররে ড্র ড্র
আমাদের যোগ্যতা দিয়ে আমরা ড্র করেছি
তাও ভালো... হারতে হলো না।
হুররে ড্র ড্র
আমাদের যোগ্যতা দিয়ে আমরা ড্র করেছি
(ভারত সৌভাগ্যজনকভাবে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে গেলো।)
সেভারাস লিখেছেন:হুররে ড্র ড্র
আমাদের যোগ্যতা দিয়ে আমরা ড্র করেছি
![]()
![]()
![]()
(ভারত সৌভাগ্যজনকভাবে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে গেলো।)
ইশতিয়াক লিখেছেন:
![]()
![]()
![]()
(ভারত সৌভাগ্যজনকভাবে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে গেলো।)
বাহ্ বাহ্
এই প্রথম মনে হয় ইশতিয়াক আর বাবু একটি বিষয়ে একমত হয়েছেন। তোমাদের জন্য শুভকামনা রইল।
২য় ম্যাচেই আমরা প্রমান করবো- আমরাও জিততে পারি।
না পারলে বুঝবো- আমাদের ভাগ্য খারাপ।
ডেভ চলে যাচ্ছে ওরে কিছু দেয়া দরকার। আমার মনে হয় একটা জয় দিলেই ভাল হয়)+D।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ভারত সিরিজ
০.০৯০৩৫১১০৪৭৩৬৩২৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৮২২৫৬৭৫৩২১৯৩ টি কোয়েরী চলেছে