টপিকঃ প্রজন্ম ফোরাম লোগো
হুম লোগোটা ভালই হইছে।
"...বাংলায় করি চিৎকার" Dialogue টা জটিল।
রক্তের গ্রুপ: B(-)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্ম ফোরাম লোগো
হুম লোগোটা ভালই হইছে।
"...বাংলায় করি চিৎকার" Dialogue টা জটিল।
ধন্যবাদ। আসলে আমি ভাল ডিজাইনার না। তবুও চেষ্টা করেছি। মতামতের জন্য ধন্যবাদ। আমিই নিজেই সবাইকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কেমন হয়েছে তা জানতে। কিন্তু জিজ্ঞেস করলে সবাই বলবে ভাল হয়েছে, এটাই স্বাভাবিক। তাই জিজ্ঞেস করিনি।
এ পর্যন্ত ৩ জন আমাকে বলেছেন ভাল হয়েছে।
আসলেই লোগোটা ভাল হয়েছে।
লোগোটির একটা বিশেষত্ব আছে।
সেটা হল লাল সরুজের বাংলাদেশ।
জি, সেটা মাথায় রেখেই ডিজাইনটা করেছিলাম। আপনাকে ধন্যবাদ।
admin দা,
লোগো টা ভাল হয়েছে,
"বাংলায় করি চিৎকার" বাক্যটি নিয়ে আমার দুটি কথা:
আমি হলে লিখতাম "করি বাংলায় চিৎকার"- সেটি অবশ্য 'আমি বাংলায় গান গাই' -এর মত হত কিন্তু তাতে কি, কাব্যিক হত। সরল বাক্যে লিখলে বাক্যটি হবে "বাংলায় চিৎকার করি"। এটা আমার নিজস্ব ধারনা, বাংলা ব্যাকরনের কোন জ্ঞান আমার নেই তা বলা বাহুল্য। অন্য কেউ কিছু বলবেন কি? (আমার পক্ষে বা বিপক্ষে?)
হুম, আমি গানের লাইনটা মাথায় রেখেই করেছিলাম। আমি ভেবেছি গানেই এভাবে ছিল। আপনার উল্লেখিত লাইনটিই কি গানে ছিল? অনুগ্রহ করে আমাকে নিশ্চিত করুন। তাহলে পরিবর্তন করে দিব।
অবশ্য সদস্যদের এ ব্যাপারে মন্তব্যের অনুরোধ জানাচ্ছি। অথ্যাৎ এটাই রাখব না গানের লাইনটি করে দিব।
হুম, আমি গানের লাইনটা মাথায় রেখেই করেছিলাম। আমি ভেবেছি গানেই এভাবে ছিল। আপনার উল্লেখিত লাইনটিই কি গানে ছিল? অনুগ্রহ করে আমাকে নিশ্চিত করুন। তাহলে পরিবর্তন করে দিব।
নিশ্চিত করলাম। গানের কথা "... করি বাংলায় চিৎকার"
গানটি শুনেই নিশ্চিত করলাম। তারপরও এই লিংকে গানের কথা আছে।
http://www.bangla2000.com/mboard/vbulletin.asp?ID=348
``আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর-ধনুক
আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ ''
এডমিন ভাই আমার মনে হয় গানের লাইনটা রাখলেই ভাল হয়।
অর্থাৎ "করি বাংলায় চিৎকার"।
ধন্যবাদ প্রকৃতি প্রেমিক।
এডমিন ভাই আমার মনে হয় গানের লাইনটা রাখলেই ভাল হয়।
অর্থাৎ "করি বাংলায় চিৎকার"।ধন্যবাদ প্রকৃতি প্রেমিক।
আমি দ্বিমত প্রকাশ করছি।
গান এর হুবহ হতে হবে এমন কথা নেই...
গান এ ছন্দ মেলানোর জন্য "করি বাংলায় চিৎকার" ব্যবহার করা হয়েছে,
কিন্তু "বাংলায় করি চিৎকার" আমাদের ফোরাম এর জন্য বেশি মানানসই বলে আমার মনে হয়।
গুড, এবারতো তাহলে ভোটাভুটির ব্যবস্থা করতে হয়।
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্ম ফোরাম লোগো
০.০৬১৪৩২৮৩৮৪৩৯৯৪১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৪২৯৫৪৯৯৬৩৫২ টি কোয়েরী চলেছে