টপিকঃ উইন্ডোজে ইনবিল্ট বাংলা (অভ্র ছাড়া)
গতকাল আমার জাপানি উইন্ডোজ এক্স.পি. অপারেটিং সিস্টেমে প্রভাত (ফোনেটিক) কী-বোর্ড সেট করলাম। এখন Shift + বামদিকের Alt চাবি দুটি চিপে আমি বাংলা (প্রভাত, ইনস্ক্রীপ্ট), ইংরেজি আর জাপানি কী-বোর্ড মোড পর্যায়ক্রমে সিলেক্ট করতে পারি। এর জন্য অভ্র বা কোন কিছুর দরকার নাই।
প্রভাত ছাড়াও ইউনিজয়, রুপালী, ইনস্ক্রীপ্ট, জাতীয়, মুনির, বাংলা লেআউটগুলো সেট করা যায়। ভাবছি, ইউনিজয়টাও ওভাবে সেট করে নেব।
কিভাবে?
প্রথমে একুশে ডট অর্গ-এ যান: http://www.ekushey.org/
সিস্টেম রিকয়্যারমেন্ট: উইন্ডোজ ২০০০, এক্স.পি., ২০০৩, ভিস্তা
অপারেটিং সিস্টেম অনুযায়ী ইনস্টলেশন আলাদা।
১. মূল পৃষ্ঠায় বাম দিকে যে কোন কী-বোর্ডের নামের উপর ক্লিক করলে ওটার সফটওয়্যার পেজ খুলবে।
২. ওখানে মূল ইনস্টলারটা এবং তার নির্দেশাবলীর দুইটা ফাইল আছে ডাউনলোডের জন্য - ডাউনলোড করুন।
৩. একই পৃষ্ঠায় ঠিক তার নিচের লাইনে installation instructions এ ক্লিক করুন।
৪. অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন।
৫. নির্দেশ মেনে ইনস্টল করুন। (খুব সম্ভবত ভিস্তা বাদে অন্যগুলোতে ইন্ডিক ল্যাঙ্গুয়েজ ইনস্টলার ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়)
ব্যাস কাজ শেষ।
উবুন্টুতে প্রভাত ফোনেটিকটা ডিফল্ট হিসেবে থাকে বলে উইন্ডোজেও এটা নিলাম। এছাড়া উবুন্টুতে M17N-bn-unijoy ইনস্টল করাতে ইউনিজয়ও আছে। তাই উইন্ডোজেও ইউনিজয় রাখবো। অভ্র না হলেও চলবে।
কেউ যদি আরো ভালোভাবে জানেন তবে এই থ্রেডে পোস্ট করুন। পরবর্তীতে অন্যদের খুঁজতে সুবিধা হবে।