টপিকঃ বাংলা চ্যাট করতে কেমন লাগবে?
বাংলা চ্যাট করতে পারলে আপনাদের সবার কেমন লাগবে জানাবেন। তবে চ্যাট করতে হবে ইউনিজয় পদ্ধতিতে। পরে অবশ্য ফোনেটিক পদ্ধতিও এড করা যাবে।
আপনাদের আগ্রহ থাকলে দ্রুত আওয়াজ দিয়েন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা চ্যাট করতে কেমন লাগবে?
বাংলা চ্যাট করতে পারলে আপনাদের সবার কেমন লাগবে জানাবেন। তবে চ্যাট করতে হবে ইউনিজয় পদ্ধতিতে। পরে অবশ্য ফোনেটিক পদ্ধতিও এড করা যাবে।
আপনাদের আগ্রহ থাকলে দ্রুত আওয়াজ দিয়েন।
চ্যাট করতে তো ভালোই লাগবে, তবে সদস্য সংখ্যা আরো যখন বাড়বে, তখন এটা বেশি কার্যকর হবে। এই মুহুর্তে ১৪৭ জন সদস্য আছে, একই সময় আরেকটু বেশি সংখ্যক সদস্য অনলাইনে থাকলে চ্যাটটা ফলপ্রসু হবে।
আর ফোনেটিক পদ্ধতির আমি খুব ভক্ত, কাজেই যখন চ্যাট শুরু হবে, তখন ওটাও যোগ করে দিয়েন।
aha, bangla chat bangla font diye kobey korbo ? kintu ami j phonetic use korte partesina !!!
ফোরামে চ্যাটিং কি শুধুই গ্রুপ চ্যাট হবে? আমি আগে কোনো ফোরামে কখনো চ্যাট করিনি। আর বাংলায় এম.এস.এন আর জিমেইলে মাঝে মাঝে চ্যাট করি। জটিল লাগে। বিশেষ করে বাংলা অক্ষরে ইংরেজি লিখতে;)।
আমি খুবই আনন্দিত এই বা;লা ফোরাম চালুর জন্য
হ্যাঁ বাংলায় চ্যাট করতে চাই।
বাংলা চ্যাট চালু হয়েছে http://chat.projanmo.com ঠিকানায়। আপনারা আমন্ত্রিত।
বাংলা চ্যাট চালু হয়েছে http://chat.projanmo.com ঠিকানায়। আপনারা আমন্ত্রিত।
ধন্যবাদ আপনাকে
বাংলা চ্যাট করতে পারলে আপনাদের সবার কেমন লাগবে জানাবেন। তবে চ্যাট করতে হবে ইউনিজয় পদ্ধতিতে। পরে অবশ্য ফোনেটিক পদ্ধতিও এড করা যাবে।
আপনাদের আগ্রহ থাকলে দ্রুত আওয়াজ দিয়েন।
ফোনেটিক পদ্ধতি কি এ্যড করা হয়েছে ???
ইউনিজয় টা এখনো শেখা হয় নাই..
হ্যা ফোনেটিক পদ্ধতি যোগ করা হয়েছে। শুধু একাউন্ট নামটা ইংরেজি আছে..... মানে বাংলা করা যায় না দেখলাম।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা চ্যাট করতে কেমন লাগবে?
০.০৪৫৮৬১০০৫৭৮৩০৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৭৬৪৯৪৪৪৪১২৬৭ টি কোয়েরী চলেছে