টপিকঃ সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
অনাকাঙ্খিত এক দূঃখজনক ও লোমহর্ষক ঘটনায় দেশ হারিয়েছে প্রায় দেড়শ চৌকস সেনা কর্মকর্তাকে। সাধারণত কোন যুদ্ধেও সেনাবাহিনীর এ্যাতজন শীর্ষকর্মকর্তাকে হারাতে হয়না।
দেশের এই অপূরণীয় ক্ষতিতে আমরা শোকার্ত; শহিদগণের রূহের মাগফেরাত কামনা করছি।