টপিকঃ ভাইরাসে আক্রান্ত হাবিবুল বাশার!!!
বিপদ যেন কাটছে না বাংলাদেশ দলের। তবে সবকিছুর কেন্দ্র ঐ ভাইরাস জ্বর। মোটামুটি দলের সবাইকে ছুঁয়ে গেছে জ্বর। বাকি ছিলেন অধিনায়ক বাশার। তিনিও আক্রান্ত হয়েছেন। জ্বরের চেয়েও তার বড় সমস্যা প্রচণ্ড সর্দি। গতকাল হাল্কা জ্বর নিয়েই অনুশীলনে এসেছিলেন হাবিবুল। তবে ব্যাটিং করে আর মাঠে থাকতে পারেননি। ফিরে গেছেন হোটেলে। আশা করছেন মারাত্মক কিছু না। সেরে উঠবেন এর মাঝেই। অধিনায়কের সাথে অসুস্থ তুষার ইমরান। টেস্ট দলে ডাক পাওয়ার পর একদিন দলের সাথে থাকতে না থাকতেই ভাইরাস তাকে আক্রমণ করেছে। তাই অনুশীলনে আসেননি কাল। শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, সেরে উঠছেন।:(