Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
দূর্দান্ত একটা খবর দিলেন.... ধন্যবাদ।
অলস হয়ে গেছি.... নিজে ঘাটাঘাটি করি না ........
Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
এই পদ্ধতিটা অামার ঠিক পছন্দ না।
১। উবুন্তু ইনস্টল করতে হলে অাগে উইন্ডোজ ইনস্টল করতে হবে
২। টরেন্ট ডাউনলোড, যার স্পিড সিড ও লিচারের সংখ্যার উপর নির্ভর করে। অার যেহেতু এটা জনপ্রিয় না ডাউনলোডার/অাপলোডারের সংখ্যা খুবই কম।
৩। সিডি পোড়ানো কি খুব কঠিন কাজ?
অামার পছন্দ না তাই বলে অাপনারা ট্রাই করবেন না, তা কিন্তু বলিনি। অবশ্যই ট্রাই করুন। অাপনার পছন্দ হতেও পারে।
Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
বস্ দারুন। প্রচুর ধন্যবাদ...
Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
পারফরমেন্স এ অবশ্যই ঘাটতি হবে। কারণ অাপনি NTFS এর উপর ext3 বানাবেন, তারপর সেটা loopback ফাইলসিস্টেমে চলবে। প্রচুর পরিমাণে ঘাটতি দেখছি অামি।
এ ধরণের পদ্ধতি এটাই প্রথম নয়। অনেক অাগে থেকেই colinux এটা ব্যবহার করছে। এবং যতদুর মনে পড়ে mandrake এর একটা ভার্সনেও এই অপশন ছিলো। (মনে পড়ছে না, তবে ৬-৮ এর মধ্যে হবে হয়তো)।
নতুন লাইভ সিডি তো ইনস্টল না করেই চালানো যায়। নতুনরা তো সেভাবেও চেষ্টা করতে পারে।
তবে, পার্টিশনিং এর ব্যাপারটা ঠিক বলেছেন। সবাই এখানেই ভয়টা পায়। কিন্ত gnome parted তো বিষয়টাকে পানির মতো সোজা করে দিয়েছে, তাই না?
Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
আমার ঐ কিসব রেস্পিটরি থেকে জিনিষ ডাওনলোড করতে হয় তা পছন্দ না।
আমার অনেক টাইম লাগে
আমি অনেক কষ্টে ntfs ফাইল সিস্টেম দেখার জন্য কত কি করসিলান। তারপর কাজ না হওয়ায় বাদ দিয়া দিসি
দেখি এইবার উবুন্তু ৭ টা আসলে আবার ব্যবহার করব)+D)+D
Re: উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
সুহৃদ ভাই জটিল জিনিস। Thanks
*উবুস্তুর নতুন ভার্সনটা কাল হাতে পাইলাম। সিডিটার যদি আইএসও ইমেজ তৈরী করি তবে কি ডাউনলোড না হয়ে আইএসও ইমেজ থেকে সেটাপ হবে?
*NTFS ফাইল সিস্টেমে নতুন উবুন্তু সেটাপ করা যাবে কি?
*উবুন্তুর আগের ভার্সনে কিছু সফ্টওয়ার ডাউনলোড করে ইন্সটল করেছিলাম। সেগুলো কি ডাউনলোড ছাড়া ইন্সটল করা সম্ভব?
রক্তের গ্রুপ: B(-)