Re: ওপেন সোর্স বিষযক দুটি ফিচার
বাকি গুলা না হয় বুঝলাম(y)
দামের তারতম্যের জন্য কিনবো না?=))=))=))(n)
Re: ওপেন সোর্স বিষযক দুটি ফিচার
"দশ কারণে ভিস্তাকে না বলুন" লেখাটি পড়লাম। ভাল লাগল;q। দু:খ হল ৫ বছরে তাহলে মাইক্রোসফট কি করল?
Re: ওপেন সোর্স বিষযক দুটি ফিচার
কিন্তু হায়! আমি তো ভিস্তা ব্যবহার করছি। আমার কাছে তো ভালোই লাগছে। শুধু ১ গিঃবাঃ র্যাম লাগাতে হয়েছে। ৫১২ মেঃ বাইটে খুব স্লো ছিলো।
ভিস্তার স্ট্রার্ট ম্যানু আমার কাছে দারুন লাগে। পুরা কম্পিউটারকেই একান থেকে দেখা যায়, এক্সপ্লোর করা যায়। আর সাইড বার'টি সত্যই দারুন। বিভিন্ন প্রকার দরকারি প্রায় ২৫টি গাটগেটস রয়েছে আমার (কিছু ডাউনলোড করতে হয়েছে।)।
আমারতো মনে হয় এক্সপি'র চাইতে ভিস্তা ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করছি।
Re: ওপেন সোর্স বিষযক দুটি ফিচার
সবাই মাইক্রোসফ্ট এর বিরুদ্ধে উঠেপড়ে লাগলো কেন বুঝলাম না। ওরা টাকা নেয় এটাই কি ওদের দোষ?
রক্তের গ্রুপ: B(-)
Re: ওপেন সোর্স বিষযক দুটি ফিচার
দোষ না..
একটা কথা মনে পড়ে গেল, আভ্র এবং বিজয় নিয়ে একটা ফিচারে বলেছিলাম.
কেউ নিয়ে সুখি
কেউ দিয়ে সুখি..
যেমন ভিস্তা আর উবুন্টু...
দুইটাই অপারেটিং সিষ্টেম কিন্ত পার্থক্য ..