Re: জরিপ : আশরাফুলের পদত্যাগ
`পরাজয়ে ডরে না বীর'। আমরা কী খুব ভীতু হয়ে গেলাম?
একটাই অনুরোধ, ওরা জিতলে একেবারে আকাশে তুলবেন না, আবার হেরে গেলে পাতালে পঁুতবেন না।
এর আগের খেলাতেই (এ খেলাতেও সেই কালো ওভারের আগ পর্যন্ত) আশরাফুলের ক্যাপ্টেনসির প্রশংসা সবাই করেছেন (ক্রিকেট বোদ্ধারা), সাথে রুবেলে বোলিং এর ভূয়সী প্রশংসাও শুনেছি। হেরে যাওয়াতে আমারো মন খারাপ, কিন্তু এভাবে সমালোচনা করার কী দরকার? কাকে ক্যাপ্টেন দেখতে চান? সবাই তো একইরকম লাগে আমার কাছে, তাই আমরা বীর হবো। আর
:-#:-#:-#