টপিকঃ আশার-বুলের সাক্ষাতকার
সাংবাদিকঃ আজকের ম্যাচের ব্যাপারে কিছু বলুন।
আশার-বুলঃ আআআ... খেলায় তো জয়-পরাজয় থাকবেই ... আআআ... তাই না। যেহেতু আমরা জানি ক্রিকেট-ও একটা খেলা, আআআ... মানে আন্তর্জাতিক ...আআআ... মানে খেলা ...তাই এতেও জয় যেমন আছে তেমন পরাজয়ও আছে। আজকে জিম্বাবুয়ে জিতেছে ...আআআ ... মানে আমরা হেরেছি... যদি ওরা না জিতত তাহলে ... আআআ আমরা জিত্তাম।
সাং - খেলায় হারার পিছনে কোন জিনিসটাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
আশা - আআআআআআ ...আসলে আমরা যদি প্রতিটা ডিপার্টমেন্টে ভাল করতে পারতাম, তাহলে আমরাই আজকে জিত্তাম। আআআ...আজকে দেখেন বোলিং এবং ফিল্ডিং-এ আমাদের ছেলেরা ভাল করেছে কিন্তু আআআ... আমরা যদি ব্যাটিং-ও ভাল করতে পারতাম, তাহলে জিতে যেতাম। আআআ...
সাং - আপনার নিজের ব্যাটিং-এর ব্যাপারে কিছু বলুন।
আশা - আআআ ...আমার ব্যাটিং তো ভালই করেছি। অনেকদিন পর ওয়ানডেতে ২ অংকের ঘরে গিয়েছি। আআআ... তাই আমি এটাকে পজিটিভ ভাবেই দেখছি। আমার মনে হয় সামনে যে শ্রীলংকার সাথে খেলায় আমি এর থেকে ২-৪ রান আআআআ ... বেশি করতে পারব ইনশাল্লাহ্...
সাং - জিম্বাবুয়ের মূল শক্তি কী মনে করেন আপনি?
আশা - আআআ... আমার মনে হয়, ওরা ফিজিকালী আমাদের থেকে অনেক আআআআ স্ট্রং। কারন আআআআ ওদের ফিজিশিয়ান একজন তরুনী... আআআ আমার মনে হয় ...আআআ আমাদের ফিজিশিয়ান একজন তরুনী হলে আজকের খেলার ফল ... আআআ ... অন্যরকম হলেও হতে পারত... আআআ
সাং - পরের ম্যাচের সম্পর্কে কিছু বলুন।
আশা - আআআ পরের ম্যাচে শ্রীলংকা আমাদের সাথে খেলবে। ঐ ম্যাচে যদি আমরা আআআ... আগে ব্যাটিং করে যদি ৩০০/৩২০ করতে পারি মানে আআআ...আমাদের ব্যাটস্ম্যানেরা যদি ভাল খেলতে পারে আর ওদেরকে যদি আআআ...১৫০/১৭০ রানের মধ্যে আমরা বেঁধে ফেলতে পারি তাহলে আমরা ইন্শাল্লাহ্ আআআ ফাইনালে যেতে পারব ।
সাং - কিন্তু আপনার দলের বর্তমান যে পারফরম্যান্স, তাতে আপনি কিভাবে এ আশা করছেন?
আশা - দেখুন আআআ ... আমার নামের সাথেই কিন্তু আশা কথাটা জড়িয়ে আছে, আআআ ... তাই তো আমি আশা করতেই পারি... আআআ তাই না। আর তাছাড়া ওয়ানডেতে কখন কি হয়ে যায়, তা কি বলা যায়? আআআ ... আমি তো ফাইনালে যেই উঠুক না কেন ... আআআ তাদেরকেও হারাতে পারব বলে বেশ আশাবাদী... আআআ ...
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।